History Of School

প্রতিষ্ঠান পরিচিতি

বিরবিরি সেন্টার বাজার উচ্চ বিদ্যালয়

১৯৯২ খ্রিস্টাব্দে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ১০নং জাহাজমারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে মুষ্টিমেয় কয়েকজন স্থানীয় বিদ্যানুরাগী ব্যক্তিবর্গের প্রয়াসে জনাব হাজী মোহাম্মদ মজিবল হক এর দানকৃত এক একর জমির উপর স্বীয় বাড়ির বর্হিপ্রাঙ্গনে রোড এন্ড হাইওয়ের পার্শ্বে সুন্দর যোগাযোগ ব্যবস্থায় অত্যন্ত মনোরোম পরিবেশে বিরবিরি সেন্টার বাজার এর নাম অনুসারে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক জনাব এ.টি.এম. মুজাহেদ ইকবাল এর নিবিড় তত্ত্বাবধানে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে এই বিদ্যালয়টি প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো বিস্তার করে আসছে। শিক্ষার্থীদেরকে পাঠদানের জন্য রয়েছে প্রশিক্ষনপ্রাপ্ত অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকমন্ডলী।

১৯৯৫ সালে বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক পর্যায়ে সরকারি স্বীকৃতি লাভ করে। ০১—০১—১৯৯৭ খ্রিস্টাব্দে বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক পর্যায় এমপিও ভুক্ত হয়। ১৯৯৮ সালে বিদ্যালয়টি মাধ্যমিক স্তরে উন্নীত হয়। ০১—০৫— ২০১০ খ্রিস্টাব্দে মাধ্যমিক পযার্য় এমপিও ভুক্ত হয়। কুমিল্লা শিক্ষা বোর্ড এর অধীনে ১৯৯৯ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় শতভাগ পাশের ফলাফল অর্জন করে এবং বৃহত্তর নোয়াখালী জেলায় প্রথম স্থান অধিকার করে। পরবতীর্তে জেএসসি এবং এসএসসি পরীক্ষায় একাধিকবার শতভাগ পাশের ফলাফলসহ উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী জিপিএ—৫.০০ অর্জন করে বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখে।

ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়টিতে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা ৬৯৭ জন যার মধ্যে ছাত্র সংখ্যা ২৬২ জন এবং ছাত্রী সংখ্যা ৪৩৫ জন। বিদ্যালয়টিতে উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী সংখ্যা ৪৪৪ জন এবং উপবৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থী সংখ্যা ৬৬৫ জন। বিদ্যালয়ে বর্তমানে বিজ্ঞান, ব্যবসায় ও মানবিক বিভাগ চালু আছে।

a1.png
team1.jpg

Haji Md. Mujibal Haque

Frounder

team2.jpg

A.T.M Muzadad Iqbal

Head Teacher

team3.jpg

biswarup das

Assistant Head Teacher